Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

৯৮.৫ শতাংশ নম্বর ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষায় ,সানি লিওনের

বিনোদন ডেস্ক: ইঞ্জিনিয়ার নিয়োগের পরীক্ষায় ৯৮.৫ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন সানি লিওন। শুনে চোখ কপালে উঠার কথা এতক্ষণ সবার! বুধবারের এই খবরে তোলপাড় নেটদুনিয়া। তবে এই সানি লিওন সাবেক পর্ন তারকা নন তা প্রকাশ হওয়ার পরই মানুষের ঘোর কাটে। 

ভারতীয় গণমাধ্যমে খবর, সানি লিওন নামের এক তরুণী বিহারের জনস্বাস্থ্য কারিগরী বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের পরীক্ষায় ৯৮.৫০% নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয়েছেন। এর পর কেউ একজন মজা করতে এই রেজাল্ট ভাইরাল করে দেয়।যদিও বিহার জনস্বাস্থ্য কারিগরী বিভাগের কোনো কর্মী দুষ্টুমি করে এমন কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করা হচ্ছে। তাই মজা করতে প্রথম হওয়া প্রার্থীর নাম ও বাবার নাম পাল্টে দিয়েছেন সেই ব্যক্তি। অবশ্য নিজের নামের অন্য তরুণীর এই সাফল্যে যে সানি বেশ মজাই পেয়েছেন তা বলাই বাহুল্য। 

বৃহস্পতিবার এই খবর পেয়ে টুইট করলেন অভিনেত্রী সানি লিওন স্বয়ং। নিজের টুইটার পেজে তিনি লিখলেন, আমার নামের অন্য একজন এত ভাল নম্বর পাওয়ায়, আমি ভীষণ খুশি…।

Exit mobile version