অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম কোনও রোহিঙ্গার মৃত্যু হল।
কক্সবাজারের স্বাস্থ্য কর্মকর্তা তোহা ভূইয়া জানান, কুতুপালং ক্যাম্পে ৩১ মে রাতে ৭১ বছর বয়সী এই রোহিঙ্গার মৃত্যু হয়। তবে মঙ্গলবার তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এছাড়াও ক্যাম্পে কমপক্ষে ২৯ রোহিঙ্গা করোনাভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে।