অনলাইন ডেস্ক : ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে কমলেও থামছে না মৃত্যুর মিছিল। দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ৩০ হাজার ছাড়িয়ে গেছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল সোয়া ৯টা পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৫ লাখ ২৯ হাজার ৪০৫ জন। গত শনিবার রেকর্ড ৩৩ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছিল।
এদিকে, দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৪৬ জন।
ব্রাজিলে করোনায় সবচেয়ে খারাপ পরিস্থিতি সাও পাওলোতে। সেখানে ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত, তাদের মধ্যে ৭ হাজার ৬১৫ জন মারা গেছেন।
আক্রান্তের সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিল। আর মৃত্যুতে তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইতালির পরে অবস্থান করছে।