রংপুর প্রতিনিধি : রংপুর বিভাগে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ মঙ্গলবার শনাক্ত হয়েছে ছয় জেলায় ৪৮ জন। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার একশ ৮৬ জন।
সূত্র জানায়, মঙ্গলবার পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ৪৮ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে রংপুরে ১৩, নীলফামারীতে ১৭, ঠাকুরগাঁয় ১১, দিনাজপুরে চার, গাইবান্ধায় দুই ও কুড়িগ্রামে একজন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার এক শ ৮৬ জনে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয়ের সূত্রে জানা যায়, আট জেলায় করোনাভাইরাস আক্রান্ত এক হাজার এক শ ৮৬ জন রোগীর মধ্যে রংপুরে ৪৩০ জন, দিনাজপুরে ২৩১, নীলফামারীতে ১৪৭, ঠাকুরগাঁয় ১২২, কুড়িগ্রামে ৭২, পঞ্চগড়ে ৮০, গাইবান্ধাায় ৬০ ও লালমনিরহাটে ৪৪ জন।