Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

‘করোনাভাইরাসের গুরুত্বপূর্ণ তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেরিতে দিয়েছে চীন’

অনলাইন ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার একদল কর্মকর্তা মনে করছেন, চীনে তুমুল সংক্রমণ শুরুর পরপরই দেশের তিনটি সরকারি ল্যাব করোনাভাইরাসের জেনেটিক ম্যাপ বা জেনোম তৈরি করে ফেলে। কিন্তু তা এক সপ্তাহের বেশি চেপে যায় দেশটির সরকার। এতেই অনেকটা ক্ষতি হয়ে গেছে। বেশকিছু লোকের সাক্ষাৎকার ও নথির ভিত্তিতে ওই দাবি করছে হু।

গত ১১ জানুয়ারি চীনের ভাইরোলজিস্ট তাঁর ওয়েবসাইটে করোনাভাইরাসের ওই জেনোম প্রকাশ করে দেন। তখনও পর্যন্ত বিষয়টি চেপে ছিল সরকারি ল্যাব। তার পরই তারা করোনাভাইরাসের জেনেটিক ম্যাপ প্রকাশ করে। শুধু তাই নয় রোগী ও চিকিৎসা সংক্রান্ত তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দিতে ২ সপ্তাহের বেশি দেরি করে চীন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা সংক্রান্ত টেকলিক্যাল হেড মারিয়া ভন কেরকোভ সংবাদসংস্থাকে জানিয়েছেন, করোনাভাইরাস সম্পর্কে খুব কম তথ্য নিয়ে আমরা এখন কাজ করছি। এই তথ্য নিয়ে কোনও পরিকল্পনা করা যায় না। এখন যেটা হয়েছে সেটি হল চীনের সরকারি টিভি কোনও খবর যাওয়ার ১৫ মিনিট আগে ওই তথ্য আমাদের হাতে আসছে।

Exit mobile version