কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীতে ৪৮ জনসহ করোনায় কুমিল্লা জেলায় নতুন আক্রান্ত ৬৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে এখন এক হাজার ১৬৩ জন। কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, কুমিল্লায় এ পর্যন্ত মোট ১০ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নয় হাজার ১৭০ জনের রিপোর্ট আসে। বুধবার আদর্শ সদর ও লালমাই উপজেলায় একজন করে দুইজন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় সুস্থতার সংখ্যা দাঁড়াল ১৫৯ জনে। একই দিন কুমিল্লা নগরীর শাসনগাছা ও বজ্রপুরে একজনজন করে দুইজন মারা গছেন। নাঙ্গলকোটে একজন মারা গেছেন। এই নিয়ে জেলায় মোট মারা গেছেন ৩৫ জন।