অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর এবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী স্বাস্থ্যকর্মীসহ করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো তিনজন। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১২ জনে।বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম এম মাহামুদুর রহমান রিজভী জানান, বৃহস্পতিবার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনজন। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী স্বাস্থ্যকর্মী (৩৮) ও তাঁর স্বামী সাবেক সেনা কর্মকর্তা (৪৫) ফার্মেসী মালিকও আক্রান্ত হয়েছেন। স্বামীর সংস্পর্শে স্ত্রী আক্রান্ত হয়েছেন।
আক্রান্ত স্বামী-স্ত্রী উপজেলা পরিষদ সংলগ্ন গুয়াখোলা গ্রামের বাসিন্দা। অপর আক্রান্ত উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা বিশ্বাসপাড়ার নারী শ্রমিক (৪২)। তিনি আকিজ জুট মিলে শ্রমিকের কাজ করেন। আক্রান্ত তিনজনের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
নতুন আক্রান্ত তিনজনসহ অভয়নগরে মোট করোনা রোগীর সংখ্যা এখন ১২ জনে। এর মধ্যে তিনজন সুস্থ হয়ে আড়ি ফিরেছেন বলে তিনি জানান।