নাটোর প্রতিনিধি : নাটোরে আরো দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই দুজনের বাড়ি বড়াইগ্রাম। নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে নাটোরে মোট আক্রান্তের সংখ্যা হলো ৬১ জন। এদের মধ্যে ১১ জন পুরোপুরি সুস্থ হয়েছেন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, করোনায় আক্রান্ত ব্যক্তি ঈদের আগে ঢাকা থেকে বড়াইগ্রামে আসেন। এরপর অসুস্থতার জন্য করোনা পরীক্ষার নমুনা দেন।
বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হয়। এরপর করোনা পজিটিভ হলে বিষয়টি রাতেই সিভিল সার্জন অফিসে প্রথমে ফোনে ও পরে মেইলে নিশ্চিত করা হয়।
সিভিল সার্জন জানান, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যারা এসেছিলেন তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। এছাড়া আক্রান্তদের ওই বাড়ি দুটি লকডাউন করা হয়েছে।