
অনলাইন ডেস্ক : সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, সমতলের তুলনায় পাহাড়ি এলাকায় করোনা সংক্রমণের ঝুঁকি অনেকটাই কম। গবেষণাপ্রাপ্ত ফলফাওল বলছে, সমুদ্রতট থেকে ৩০০০ মিটার বা ৯৮৪২ ফুট উচ্চতায় বসবাসকারীদের মধ্যে সমতলের মানুষের তুলনায় অনেক কম করোনা সংক্রমণ দেখা গেছে।
গবেষকরা বলিভিয়া, ইকুয়েডর, তিব্বত ও চীনের করোনা সংক্রমণ সংক্রান্ত তথ্য নিয়ে একটি সমীক্ষা করেন। তাতে দেখা যায়, পার্বত্য এলাকা তিব্বতে করোনা সংক্রমণের মাত্রা চীনের সমতল এলাকা থেকে অনেক কম। পাশাপাশি বলিভিয়ার আন্দিজ পার্বত্য এলাকায় তিন গুণ কম, ইকুয়েডরের আন্দিজ পার্বত্য এলাকায় চার গুণ কম।
গবেষণায় আরও দেখা গেছে, পেরুর কুসকো এলাকায় চার লক্ষ ২০ হাজার মানুষের বাস। এই অঞ্চলে মাত্র ৩ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। পেরুতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষ ৪০ হাজার ছাড়ালেও, কুসকো অঞ্চলে আক্রান্ত মাত্র ৯১৬ জন। গোটা দেশের তুলনায় যা প্রায় ৮০ শতাংশ কম।