Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

আফ্রিদি মাঠে নামলেন ইমরান খানের সমর্থনে

অনলাইন ডেস্ক: আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে খেলা বয়কট করা উচিত ভারতের। এমন দাবি গোটা ভারতের। তালিকায় নাম রয়েছে কয়েকজন ভারতীয় ক্রিকেটারেরও। এর মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী  সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদি। 

ইমরান খান বলেছিলেন, পুলওয়ামায় নাশকতার পেছনে পাকিস্তানের কোনও ভূমিকা নেই। প্রতিশোধের বশে ভারত যেন কোনো পদক্ষেপ না নেয়, সে বিষয়ে সতর্কও করে দেন। এরপর ভারত-পাকিস্তান ম্যাচ খেলা হবে কি না, সেই নিয়ে কোনও তিনি মন্তব্য না করলেও, দেশের প্রধানমন্ত্রীর বিবৃতির এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন আফ্রিদি। 

সেই সঙ্গে লেখেন, ‘‌একদম স্বচ্ছ ও সহজবোধ্য বিবৃতি।’‌ তিনি যে ইমরানের প্রতি কতটা অনুগত এটা বোঝাতেই কি আফ্রিদি এতটা তৎপরতা দেখিয়েছেন?‌ নাকি চাইছেন নিজের দেশকে আড়াল করতে?‌ আফ্রিদির অন্ধ সমর্থন দেখে এমনটাই গুঞ্জন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‌‌

Exit mobile version