Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

করোনাভাইরাসের টিকার সঙ্গে প্রয়োজন বিশ্ব সংহতি : জাতিসংঘ

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারী প্রতিরোধে একটি কার্যকরী ওষুধের খোঁজে মরিয়া গোটা বিশ্ব। জাতিসংঘের মহাসচিব মনে করেন, এই প্রাণঘাতী ভাইরাসের কারণে তৈরি হওয়া বিপর্যয় কাটাতে কেবল একটি টিকাই যথেষ্ট নয়, প্রয়োজন বিশ্বব্যাপী সংহতি।

টিকা তৈরি করার পর বিশ্বব্যাপী সবার কাছে তা সহজলভ্য হতে হবে, এমনটাই মনে করেন গুতেরেস। নয়তো করোনা মোকাবিলার প্রচেষ্টা ব্যর্থ হবে।
জাতিসংঘ প্রধান টুইটারে লিখেছেন, ‘ঠিক এখন বিশ্বে কোভিড-১৯ টিকা নেই। আমরা যদি একসঙ্গে হয়ে এটা উদ্ভাবন করি, তখন একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের মনে আনতে হবে। একটি টিকাই যথেষ্ট নয়। বিশ্বের সব স্থানে, প্রত্যেক ব্যক্তির কাছে তা যেন সহজলভ্য হয় তা নিশ্চিত করতে আমাদের বিশ্ব সংহতি প্রয়োজন।’

বিশ্বজুড়ে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৬৭ লাখ ছাড়িয়েছে, আর মৃত্যু হয়েছে প্রায় ৪ লাখ মানুষের।

Exit mobile version