ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বেনাপোল বাজার, রামপুর, জামতলা সাতক্ষীরা মোড় ও নাভারণ বাজারের বিভিন্ন মোটরযানসহ দোকানপাট মনিটরিং করা হয় এবং করোনা ভাইরাস(কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে যানবাহন চলাচলের উপর স্বাস্থ্য বিধি নিশ্চিতকল্পে,এবং বিকাল ৪ টার পর দোকানপাট বন্ধ রাখা নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করে ৬ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
শনিবার (৬ জুন) বিকালে অভিযান পরিচালনা করে মোট ১০ টি মামলায় এ জরিমানা আদায় করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী।
এ সময় খোরশেদ আলম চোধুরী বলেন, অভিযানকালে দেখা যায় অনেক মোটর ও যাত্রীবাহী গাড়ি স্বাস্থ্যবিধি ভঙ্গ করে যাত্রী বহন করছে এবং অনেক দোকানদার বিকাল ৪ ঘটিকার পর, হোটেল মালিক,চায়ের দোকানদার তাদের কার্য পরিচালনা করছে। উপর্যুক্ত অপরাধে দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী তাদের জরিমানা করা হয়।
এবং সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।