
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে আজ জেলার ৬৮টি জনের নমুনা পরীক্ষায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেনসহ সাতজনকে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ১১১ জন করোনা রোগী শনাক্ত হলো। জেলা প্রশাসনের নেজারতে ডেপুটি কালেক্টর মুছাব্বেরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি এখন বাসাতেই রয়েছেন।
জেলা প্রশাসক ছাড়া অন্য ছয়জন আক্রান্তের মধ্যে কুমারখালী উপজেলার পাইকপাড়াতে দুজন এবং ভেড়ামারা উপজেলার বামনপাড়া, বাহাদুরপুর ও আড়কানদিতে চারজন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার জানান, জেলা প্রশাসকসহ আজকের শনাক্তের দ্বিতীয় টেস্টেও পজিটিভ এসেছে। তিনি বলেন, কুষ্টিয়ায় আক্রান্তদের মধ্যে বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৭৯ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন তিনজন। ২৯ জন সুস্থ হয়েছেন। জেলায় মোট পুরুষ রোগী ৮৫, নারী ২৬ জন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.