অনলাইন ডেস্ক : জুন মাস শুরু হয়েও যতদিন যাচ্ছে ততোই যেন খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি৷ ব্রাজিল, ভারতের মতো অনেক দেশেই সংক্রমণের পরিমাণ বেড়েই চলেছে প্রতিদিন৷ এখনও করোনা আক্রান্ত দেশগুলোর তালিকায় সবার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র৷ সে দেশের করোনা সংক্রমিত এখনও পর্যন্ত ১,৯৬৫,৯১২ জন৷ পাশাপাশি মৃত্যু হয়েছে ১১১,৩৯৪ জনের৷
তালিকায় দু’নম্বরে রয়েছে ব্রাজিল৷ সে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৬৪৬,০০৬ জন৷ পাশাপাশি মৃত্যু হয়েছে ৩৫,০৪৭ জনের৷
করোনা আক্রান্তের সংখ্যায় তিন নম্বরে রাশিয়া। মৃত্যুর সংখ্যা অবশ্য অন্যান্য দেশের তুলনায় এখনও পর্যন্ত অনেকটাই কম৷ ৫৭২৫ জন।
সব মিলিয়ে স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা ২৮৮,০৫৮ জন৷ মৃত্যু হয়েছে ২৭,১৩৪ জনের৷
তালিকায় পাঁচ নম্বরে রয়েছে ব্রিটেন৷ এখনও পর্যন্ত সে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৮৩,৩১১ জন৷ পাশাপাশি মৃত্যু হয়েছে ৪০,২৬১ জনের৷
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিদিনই৷ এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২,৩৬,৬৫৭ জন। সক্রিয় আক্রান্ত ১,১৫,৯৪২ জন। সুস্থ হয়েছেন ১,১৪,০৭২ জন। মৃত্যু হয়েছে ৬৬৪২ জনের। আক্রান্তের সংখ্যার নিরিখে ইতালিকেও এখন টপকে গেছে ভারত৷ এমনটা চললে ব্রিটেনকে টপকে তালিকায় প্রথম পাঁচে ভারতের ঢুকে পড়াটা এখন স্রেফ সময়ের অপেক্ষা৷
একসময় কোভিড পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করা ইতালিতে এখন করোনা আক্রান্তের সংখ্যা ২৩৪,৫৩১ জন৷ পাশাপাশি মৃত্যু হয়েছে ৩৩,৭৭৪ জনের৷
তালিকায় আট নম্বরে থাকা পেরুতে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৮৭,৪০০ জন৷ পাশাপাশি মৃত্যু হয়েছে ৫১৬২ জনের৷
জার্মানিতে মোট আক্রান্ত এখনও পর্যন্ত ১৮৫,৪১৪ জন৷ মৃত্যু হয়েছে ৮,৭৬৩ জনের
তুরস্কতে মোট আক্রান্ত এখনও পর্যন্ত ১৬৮,৩৪০ জন৷ পাশাপাশি মৃত্যু হয়েছে ৪৬৪৮ জনের৷