কুষ্টিয়া প্রতিনিধি: পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাব্বির রহমানের লেখা আইন বিষয়ক বই ‘আইনগত করণীয়’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার বেলা ১২টায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ভবনে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগি অধ্যাপক ড. আব্দুল করিম খান।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জহুরুল ইসলাম, একই বিভাগের শিক্ষক ড. শাহজাহান মন্ডল, ইয়ের লেখক মোহাম্মদ সাব্বির রহমান প্রকাশক এস এম সারফুদ্দিন। অনুষ্ঠানে অতিথিরা বলেন, সাব্বির রহমানের লেখা ‘আইনগত করণীয়’ বইটি খুব যুগোপযোগি। এটি আইনের শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের অনেক কাজে আসবে।
মোহাম্মদ সাব্বির রহমানের এটি দ্বিতীয় বই। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র