Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ফের তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ

অনলাইন ডেস্ক : আমফানের পর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরও একটি নিম্নচাপ। আগামী ১০ জুন নাগাদ সেটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। এমনটাই জানিয়েছে দিল্লির আবহাওয়া বিভাগ। তবে তা ঘূর্ণিঝড়ের আকার নেবে কী না তা তা বলা হয়নি।

দিল্লির আবহাওয়া বিভাগের কর্মকর্তা ড কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, ১০ জুন নাগাদ নিম্নচাপটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তারপর সেটি প্রচুর জলীয়বাষ্প নিয়ে মধ্যপ্রদেশে, দিল্লি ও উত্তরপ্রদেশের দিকে এগোবে। এর ফলে ৫০-৬০ কিলোমিটার বেড়ে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে।
১১ জুন থেকে ১৩ জুন পর্যন্ত বৃষ্টি হবে। কমবে দিল্লি ও সন্নিহিত অঞ্চলের তাপমাত্রা। ৮-১১ জুনের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে।

Exit mobile version