ফরিদপুরে তিন র‌্যাব সদস্যসহ ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে র‌্যাব-৮ এর তিন সদস্যসহ ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে নতুন ২৮ জন এবং পুরাতন রয়েছে দুই জন।

রবিবার ফরিদপুর মেডিকেল কলেজ এর করোনা ল্যাব থেকে এ তথ্য জানা গেছে।
ফরিদপুর সদর উপজেলায় ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন, সিভিল সার্জন অফিসের আসাদ মিয়া, দয়ারামপুর এলাকার শহীদ, পশ্চিম আলিপুরের শান্তা ইসলাম, অম্বিকাপুরের ইদ্রিস শেখ, ঝিলটুলীর ইসিতা, রঘুনন্দনপুরের মিতু, বিলমাহমুদপুরের সেলিম খান, টেপাখোলার বেলাল এবং তিন র‌্যাব সদস্য।

বোয়ালমারীতে আক্রান্ত হয়েছেন ৯ জন। তারা হালেন, প্রাণবন্ধু সাহা, পলাশ সাহা, সোনিয়া, ফারুক আহমেদ, শাহাদাত হোসেন, আখতার জামান, মিলন মোল্যা, মানিক লাল, আন্না রানী।

মধুখালীতে আক্রান্ত হয়েছেন ২ জন। তারা হলেন, সেতু দাস ও সুব্রত দাস। নগরকান্দায় আক্রান্ত হয়েছেন ৩ জন। তারা হলেন, আনিসার রহমান, সাফিউল আলম ও আতিকুর রহমান। চরভদ্রাসনে আক্রান্ত হয়েছেন ৪ জন। তারা হলেন, হোসনে আরা, ইমা, আশা ও শামসুল হক। ভাঙ্গায় ১ জন আক্রান্ত হয়েছেন। তিনি হলেন মনিরুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *