Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ইঞ্জিন চালিত আলমসাধুর ধাক্কায় মিঠুন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের দরিবিন্নি গ্রামের মসলেম উদ্দিনের ছেলে। সোমবার সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের লক্ষিপুর এলাকায় সড়কের উপর এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই যুবক সকালে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ যাওয়ার পথে লক্ষিপুর এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি আলমসাধুর সাথে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তিনি মাথায় আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version