Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

‘৮ মার্চ আক্রান্ত ৩ জন, ৮ জুন পর্যন্ত ৬৮,৫০৪ জন’

অনলাইন ডেস্ক : গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এদিন ৩ জনের শরীরে মহামারী এই ভাইরাস ধরা পড়ে। এর এক মাস পরে গত ৮ এপ্রিল সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১৮ জনে। পরে দুই মাস পর গত ৮ মে সংখ্যাটা দাঁড়ায় ১৩ হাজার ১৩৪ জনে। এবার তিন মাসের ব্যবধানে  সোমবার ৮ জুন দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৫০৪ জন। এই সময়ে সারাদেশে নমুনা সংগ্রহ-পরীক্ষা, করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হওয়ার সংখ্যাও তুলনামূলকভাবে বেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা  সোমবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৭৩৫ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত দেশে ৬৮ হাজার ৫০৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৩০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৬৫৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন ১৪ হাজার ৫৬০ জন।
উল্লেখ, প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। অর্থনীতি বাঁচাতে ও কর্মসংস্থানকে টিকিয়ে রাখতে দেশে দেশে নতুন আঙ্গিকে লকডাউন চলছে। গোটা পৃথিবীতে এই রোগটিতে ৪ লাখ ৬ হাজার ১০৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৭০ লাখ ৮৬ হাজার ৮ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৫৯ হাজার ৯৭২ জন। মৃত এবং আক্রান্তের সংখ্যায় শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬৯১ জনের মৃত্যু হয়েছে। তাতে সেখানে এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজার ৪৬৯ জনের প্রাণ গেল নতুন এই রোগে।  মোট আক্রান্ত ২০ লাখ ৭ হাজার ৪৪৯ জন।
Exit mobile version