Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় নতুন করে ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ১৩৮ জন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে আজ ৬৭ টি রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ১৮ টি পজেটিভ।নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৯ জন, দৌলতপুর ৩ জন,ভেড়ামারায় ২ জন, মিরপুর ১ জন, খোকসা ৩ জন। সদরের ব্যাক্তিদের ঠিকানা কমলাপুর, বাড়াদী,কালিশংকরপুর,টাকিমারা, মোল্লাতেঘরিয়া ও পুলিশ লাইন এলাকা। দৌলতপুরের ব্যাক্তিদের ঠিকানা ল্যান্ড অফিস, সোনালী ব্যাংক ও চকদৌলতপুর।মিরপুরের ব্যক্তিদের ঠিকানা তেঘরিয়া। ভেড়ামারার ব্যাক্তিদের ঠিকানা পৌরসভা ও ধরমপুর। খোকসার ব্যাক্তিদের ঠিকানা উপজেলা হাসপাতাল ও পুলিশ স্টেশন। আজকে নতুন সনাক্ত ১১জন পুরুষ ও ৭ জন নারী।গতকাল সনাক্ত হওয়া পিবিআই সদস্য কে ঝিনাইদহ জেলার আক্রান্ত হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ১৩৮ জন কোভিড রোগী সনাক্ত হল। (বহিরাগত বাদে) উপজেলা ভিত্তিক রোগী সনাক্ত
দৌলতপুর ২৬, ভেড়ামারা ২৩, মিরপুর ১৩, সদর ৪৬,কুমারখালী ২০, খোকসা ১০ জন। পুরুষ রোগী ১০৩, নারী ৩৬ জন। সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৩১ জন।উপজেলা ভিত্তিক সুস্থ ২৯ জন
(দৌলতপুর ১১, ভেড়ামারা ২, মিরপুর৫, সদর৪,কুমারখালী ৬, খোকসা ১)
বহিরাগত সুস্থ ২ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১০৪ জন।হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন।খুলনা প্রেরণ ২ জন।

Exit mobile version