অনলাইন ডেস্ক : সিঙ্গাপুরে প্রায় দুই মাসের লকডাউন শেষে গত সপ্তাহে স্কুল এবং কিছু ব্যবসা-বাণিজ্য আবার চালু হয়। এদিকে, দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্তদের অর্ধেকের মধ্যেই এখন নেই কোনো উপসর্গ।
দেশটির সরকারি ভাইরাস টাস্কফোর্সের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন করে এখন যারা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাদের অর্ধেকের ক্ষেত্রেই কোনো উপসর্গ দেখা যাচ্ছে না।
এ বিষয়টি উদঘাটন হওয়াতেই সিঙ্গাপুর সরকার লকডাউনের বিধিনিষেধ খুব ধীরে শিথিল করছে বলে টাস্কফোর্সের সহ-প্রধান লরেন্স ওং জানান।
সোমবার রয়টার্সকে তিনি বলেন, আমাদের অভিজ্ঞতা বলে, প্রতিটি লক্ষণযুক্ত শনাক্তের বিপরীতে কমপক্ষে একটি উপসর্গহীন কেস আছে।
সিঙ্গাপুরে হাজার হাজার অভিবাসী শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এপ্রিল মাসের শুরুতেই দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল হাজারখানেক। দেশটিতে মোট আক্রান্তের ৪০ শতাংশই বাংলাদেশি।
এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ২৯৬ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮৬ জন। এ পর্যন্ত করোনায় দেশটিতে মারা গেছেন ২৬ জন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.