নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় ও গুরুদাসপুরে পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নাটোরের নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে চার বছরের শিশু ফয়সাল নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার পশ্চিম মাধনগর সরদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ফয়সাল (৪) ওই গ্রামের রুবলে হোসেনের ছেলে।
নিহতের পরিবার ও নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান,বুধবার সকালে উপজেলার পশ্চিম মাধনগর সরদার পাড়া গ্রামের রুবেল হোসেনের ছেলে ফয়সাল বাড়ির পাশে প্রতিবেশি দুই শিশুর সাথে খেলার সময় পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হয়।পড়ে শিশুটির মরদেহ পুকুরের পানিতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
এদিকে নাটোরের গুরুদাসপুরে নাজিরপুর ইউনিয়নে বাড়ির পুকুরের পানিতে ডুবে আট বছরের শিশু জিহাদের মৃত্যু হয়েছে। বুধবার সকাল আনুমানিক ৯ টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওই ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মো. আলমাস ইসলামের ছেলে।
শিশুর পিতা আলমাস ইসলাম ও স্থানীয়রা জানান, শিশু জিহাদ বাড়িতে খেলা করছিলো। হঠাৎ করে তাকে খুজে পাওয়া যাচ্ছিলো না। আশপাশ ও প্রতিবেশিদের বাড়িতে প্রায় আধাঘন্টা খোজার পরও পাওয়া যায়নি। পরে জানা যায় যে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে চায় আর সেই সঙ্গে সঙ্গে গোসল করতে নেমে পুকুরে তলিয়ে যায়। কিছুক্ষণ পরে পুকুরে শিশু জিহাদের দেহ ভেসে উঠে। প্রতিবেশিদের সহযোগিতায় শিশু জিহাদ পুকুর থেকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানেই তার মৃত্যু হয়।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.