বিশ্ব রেকর্ড আফগানিস্তানের ,জাজাই তাণ্ডব

ক্রিয়া ডেস্ক: অবিশ্বাস্য এক ইনিংস খেললেন আফগান ক্রিকেটার হজরতউল্লাহ জাজাই। আফগানিস্তানের স্কোর ২৭৮। এর মধ্যে ১৬২ রানই জাজাই’র। ৬২ বলে ১৬২ রান। ১৬টি ছক্কা আর ১১টি চারে সাজানো তার ইনিংস। 

আয়ারল্যান্ডের বিপক্ষে কি বিধ্বংসী ইনিংসই না খেললেন জাজাই। সেই সঙ্গে আফগানিস্তান ক্রিকেটকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অ্যারন ফিঞ্চের ১৭২ রানই তাই রেকর্ড হিসেবে টিকে রইল। কিন্তু তার দলের রেকর্ডটা টিকল না। দলীয় সর্বোচ্চ স্কোর এতোদিন ছিল অস্ট্রেলিয়ার। শ্রীলঙ্কার মাটিতে ২০১৬ সালে ২৬৩ রান তুলেছিল তারা। সে রেকর্ড আজ মুছে গেছে দেরাদুনে। 

২০ তম ওভারের প্রথম বলটাই ডিপ এক্সট্রা কভার দিয়ে সীমানার বাইরে আছড়ে ফেলেছেন মোহাম্মদ নবী। সে ছক্কাতেই আফগানিস্তানের স্কোর ২৬৭ হলো। সে ওভারে আরেক ছক্কা ও চারে আফগানিস্তানের স্কোর দাঁড়াল ২৭৮। এর মাঝে জাজাইয়ের একার সংগ্রহই ১৬২। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *