কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে আজ কুষ্টিয়ার ১২১ টি রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ২৪ টি পজেটিভ।
নতুন আক্রান্ত ২৪ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ২০ জন, দৌলতপুর ১ জন , মিরপুর ৩ জন। সদরের ব্যাক্তিদের ১৩ জনের ঠিকানা পুলিশ লাইন , বাকিদের ঠিকানা বেরবাড়াদি, হরিনারায়ণপুর, হাউজিং এ ব্লক, কলেজপাড়া ও কোর্টপাড়া। দৌলতপুরের ব্যাক্তির ঠিকানা প্রাগপুর। মিরপুরের ব্যাক্তির ঠিকানা ধুবাইল ও পোড়াদহ।
আজকে নতুন সনাক্ত ১৯জন পুরুষ ও ৫ জন নারী।
এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ২০২ জন কোভিড রোগী সনাক্ত হল। (বহিরাগত বাদে)। গতকাল কুমারখালিতে সনাক্ত হওয়া একটি মহিলা রোগী ফলোআপ পজেটিভ হওয়ায় তাকে হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে।
উপজেলা ভিত্তিক রোগী সনাক্ত
দৌলতপুর ২৯, ভেড়ামারা ৩৩, মিরপুর ১৮, সদর ৮৫,কুমারখালী ২৫, খোকসা ১২
পুরুষ রোগী ১৫২, নারী ৫০
সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৩৯ জন
উপজেলা ভিত্তিক সুস্থ ৩৭ জন
(দৌলতপুর ১২, ভেড়ামারা ২, মিরপুর৭, সদর৬,কুমারখালী ৯, খোকসা ১)
বহিরাগত সুস্থ ২ জন
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১৫৬ জন।
হাসপাতালে চিকিৎসাধীন ৭ জন।
খুলনায় চিকিৎসাধীন ২ জন।