
অনলাইন ডেস্ক : একদিনেই করোনাভাইরাসের দুই মাইলফলক অতিক্রম করল ভারত। বুধবার দেশটিতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। ফলে প্রথবারের মতো একদিনে ৩০০ মৃত্যুর মাইলফলক অতিক্রম করেছে ভারতে। একই সাথে করোনায় মৃত্যুর মোট সংখ্যায় ৮ হাজারে গণ্ডি অতিক্রম করেছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১১ হাজার মানুষ। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
ভারতে এ প্রথম মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এ রোগে এখন পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ১০৭ জন। আক্রান্ত ২ লাখ ৮৭ হাজার ১৫৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৪০ হাজার ৯৭৯ জন।
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য যথাক্রমে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্য প্রদেশ ও পশ্চিমবঙ্গ। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই শনাক্ত রোগী ৯৪ হাজার ৪১ জন এবং তাদের মধ্যে মারা গেছেন ৩ হাজার ৪৩৮ জন।
সূত্র- এনডিটিভি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.