Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

‘করোনাভাইরাস সংক্রমণে বিশ্বে নতুন রেকর্ড’

অনলাইন ডেস্ক : করোনার প্রকোপ একটু কমার লক্ষণ দেখা দিলে যেন আশার আলো দেখছিল বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ। তবে ফের সারা বিশ্বে করোনা সংক্রমণে নতুন রেকর্ড তৈরি হওয়ায় সে আশা যেন দূরাশায় পরিণত হলো।

সর্বশেষ খবরে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় আবারও করোনার রেকর্ড সংক্রমণ হয়েছে। সারা বিশ্বে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ। মোট আক্রান্ত পৌনে এক কোটির বেশি।

ব্রাজিলের পরিস্থিতি ক্রমে ভয়াবহ থেকে ভয়াবহতম হয়ে উঠছে। ২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যু দেখেছে ব্রাজিল। প্রাণ গেছে সাড়ে ১২শ’র বেশি মানুষের; বিশ্বের তৃতীয় দেশ হিসেবে দেশটিতে মৃত্যু ছাড়িয়েছে ৪০ হাজার। আর ৯শ’ প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে; মোট মৃত্যু ১ লাখ ১৬ হাজারের বেশি। আক্রান্ত প্রায় ২১ লাখ।

সব মিলিয়ে গতকাল বৃহস্পতিবার আরও প্রায় পাঁচ হাজার প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন সোয়া ৪ লাখের কাছাকাছি।

Exit mobile version