কুষ্টিয়ার ভেড়ামারায় মাস্ক না থাকায় ২১ জনকে অর্থদণ্ড

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক ব্যবহার না করায় ২১ জনকে ৪ হাজার ৪’শ টাকা অর্থদণ্ড দিয়েছেন পৃথক ভ্রাম্যমাণ আদালত। দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত এসব আদালতের নেতৃত্ব দেন ইউএনও সোহেল মারুফ।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ জানান, করোনা স্বাস্থ্য বিধি বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক ব্যবহার না করায় ২১ জনকে ৪ হাজার ৪’শ টাকা অর্থদণ্ড দিয়েছেন পৃথক ভ্রাম্যমাণ আদালত। এ সময় সকলকে মাস্ক পরার নির্দেশনা দেয়া হয় ও সকল দোকানপাট (ঔষধের দোকান ভিন্ন) বিকেল ৪টার মধ্যে আবশ্যিকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়।
এ সময় জেলা প্রশাসন কুষ্টিয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *