‘ভারতে আরও ভয়ঙ্কর করোনা, ২৪ ঘণ্টায় আক্রান্তের নতুন রেকর্ড’

অনলাইন ডেস্ক : যতই দিন যাচ্ছে ভারতে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে করোনাভাইরাস। বেশ কয়েক দিন ধরে দেশটিতে আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। একদিনের ব্যবধানে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার থেকে ১১ হাজার ছাড়িয়ে গেছে।

তাতে শনিবার পর্যন্ত দেশটিতে মোট কোভিড-১৯ রোগ শনাক্তের সংখ্যা ৩ লাখ ছাড়াল।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লাখ ৮ হাজার ৯৯৩ জন।

টানা ৯ দিন ৯ হাজারের বেশি আক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার তা ১০ হাজার ছাড়ায়। সেই রেকর্ডও ভাঙলো শুক্রবার।
একই দিনে দৈনিক মৃত্যুর রেকর্ড হয়েছে, মারা গেছেন সর্বোচ্চ ৩৯৬ জন। করোনায় মোট ৮ হাজার ৮৯৮ জন ভারতীয় প্রাণ হারালেন।

একই দিন সুস্থ হয়েছেন ৭ হাজার ১৩৫ জন। করোনা থেকে সব মিলিয়ে সুস্থ হয়েছেন ভারতের ১ লাখ ৫৪ হাজার ৩৩০ জন মানুষ। সুস্থতার হার ৪৯.৪৭ শতাংশ।

মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে হয়েছে ১ লাখ ১ হাজার ১৪১ জন। এই রাজ্যে মোট মৃত্যু ৩ হাজার ৭১৭ জন। মারাত্মক ক্ষতিগ্রস্তের তালিকায় তাদের পরে আছে তামিলনাড়ু ও দিল্লি।

পরিস্থিতি জটিল হয়ে পড়ায় আগামী ১৬ ও ১৭ জুন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দ্বিতীয় দফায় ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *