Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

করোনাভাইরাস : হালকা মাত্রার রেডিয়েশনে আশা দেখছেন গবেষকরা

অনলাইন ডেস্ক : সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৭৭ লাখ ৩২ হাজার নয়শ ৫২ জন এবং মারা গেছে চার লাখ ২৮ হাজার দুশ ৪৮ জন। তবে এখন পর্যন্ত করোনা রোগীদের চিকিৎসার ওষুধ কিংবা টিকা উদ্ভাবন করতে পারেননি বিজ্ঞানিরা।

এরই মধ্যে পরীক্ষামূলকভাবে হালকা মাত্রার রেডিয়েশন দেওয়া হয়েছে করোনা রোগীদের। ইমোরি ইউনিভার্সিটি হসপিটালের গবেষকরা এ ব্যাপারে গবেষণা করছেন। ডা. মুহাম্মদ খানের নেতৃত্বে জর্জিয়ায় পাঁচজন করোনা রোগীকে ওই চিকিৎসা দেওয়া হয়।

গবেষকরা জানিয়েছেন, ওই পাঁচজনের বয়স ৬৪ বছর থেকে ৯৪ বছরের মধ্যে। তাদের মধ্যে চারজনই নারী। রোগীদের মধ্যে চারজন আফ্রিকান-আমেরিকান।

১০ থেকে ১৫ মিনিট ধরে তাদের হালকা মাত্রার রেডিয়শন দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তাদের অবস্থার উন্নতি ঘটেছে। আর রেডিয়েশন দেওয়ার ১২ দিনের মধ্যে সবাইকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

রক্ত পরীক্ষা এবং ফুসফুস পরীক্ষার পর গবেষকরা বলেছেন, এভাবে হালকা মাত্রার রেডিয়েশন দেওয়া নিরাপদ।সূত্র : ফোর্বস

Exit mobile version