Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

করোনাভাইরাস সংক্রমণে চীনকেও ছাড়িয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : সারা বিশ্বের অবস্থাই টালমাটাল করোনাভাইরাসে। দেশে দেশে আক্রান্ত ও মৃত্যুর মিছিল থামছে না। এদিকে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ চীনকেও ছাড়িয়ে গেছে।

বাংলাদেশে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। শুরুতে ধীরে হলেও বাড়ছে ভাইরাসটির সংক্রমণ। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন ৮৪ হাজারের বেশি মানুষ। মোট প্রাণহানি হলো ১১শর বেশি। ফলে, করোনা আক্রান্তের দিক থেকে বাংলাদেশ টপকে গেলো চীনকেও। যে দেশে প্রথম করোনার সূচনা হয়েছিলো। চীনে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৮৩ হাজার ৭৫ জন। আর দেশটিতে করোনায় মারা গেছেন ৪ হাজারের বেশি মানুষ।
বাংলাদেশের ঠিক ওপরেই আছে কানাডা। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষ। তার ওপরেই আছে সৌদি আরব। গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।

Exit mobile version