Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ফরিদপুরে পুলিশ-চিকিৎসকসহ ৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে পুলিশ সদস্য ও চিকিৎসকসহ নতুন করে আরও ৪৬ জন করেনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ফরিদপুর সদরে ২৫ জন, ভাঙ্গায় ১৯ জন, নগরকান্দায় ১ জন ও মধুখালীতে ১ জন রয়েছে।

রবিবার ফরিদপুর মেডিকেল কলেজ করোনা শনাক্ত ল্যাব থেকে এ তথ্য জানা গেছে।
ফরিদপুর সদরে নতুন করে আক্রান্ত হয়েছেন, অম্বিকাপুরের আলামিন, পুলিশ লাইনের রায়হান, জাহিদ, ম্যাটসের চিকিৎসক ডা. মোক্তার হোসেন, আলীপুরের আবির, গুহলক্ষীপুরের রিনিসা, ঝিলটুলীর জুবায়ের, পূর্বখাবাসপুরের গুলজার, ওয়্যারলেস পাড়ার আফরোজা আলম, তাসলিম কবির, শাহাব, গোপালদীর ফিরোজা বেগম, রহিমপুরের রোকেয়া, শোভারামপুরের পিয়ারা সাহা, কাফুরার মনজুল ফারুক, নুরজাহান, খাদিজা, দক্ষিণ ঝিলটুলীর ফেরদৌস, গোয়ালচামটের তুষার, রথখোলার আনন্দ সাহা, আঙ্গিনার বিমল নাথ, রনকাইলের মাসুদুর রহমান, ঝিলটুলীর আবরার আহমেদ, ফরিদপুর মেডিকেল কলেজের আবুল কাসেম ও বিলমাহমুদপুরের আক্কাস শেখ।

ফরিদপুর জেলায় এ পর্যন্ত ৮৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।

Exit mobile version