‘দেশের প্রাথমিকের প্রধানদের ফেসবুক গ্রুপ-পেজে যুক্ত হওয়ার নির্দেশ’

অনলাইন ডেস্ক : দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জরুরি ভিত্তিতে একটি ফেসবুক গ্রুপ ও অপর একটি ফেসবুক পেজে যুক্ত হওয়ার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

‘Head Teachers of GPS BD’ ফেসবুক গ্রুপে এবং ‘Directorate of Primary Education’-পেজে যুক্ত হতে রবিবার নির্দেশনা দিয়ে সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা/থানা শিক্ষা অফিসারদের চিঠি পাঠানো হয়েছে।
প্রশাসনিক বিভিন্ন দিক নির্দেশনা জরুরি ভিত্তিতে পেতে ফেসবুক গ্রুপ ও পেজে প্রধান শিক্ষকদের যুক্ত হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ।

করোনার কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে টিভিতে ক্লাস সম্প্রচার করা হচ্ছে। এসময় জরুরি যোগাযোগে শিক্ষকদের গ্রুপে যুক্ত হতে বলা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *