Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

পিসিআর ল্যাব টেস্টেও ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত

অনলাইন ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর করোনা পরীক্ষার পিসিআর টেস্টের ফলাফলও নেগেটিভ এসেছে। তিনি আগের চেয়ে সুস্থ আছেন বলে জানা গেছে। গত ১৩ জুন গণস্বাস্থ্যের নিজেদের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষা করা হলেও ফল নেগেটিভ আসে।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল এবং জিআর কভিট-১৯ ডট ব্লট প্রকল্পের কো-অর্ডিনেটর ডা. মুহিব উল্লাহ খোন্দকার জানান, ডা. চৌধুরীর পিসিআর টেস্টের ফল নেগেটিভ এসেছে। তিনি সুস্থ হওয়ার দিকে। তবে নিউমোনিয়া রিকভারি না হওয়া পর্যন্ত আমরা তাঁকে ছাড়ছি না।

গণস্বাস্থ্য নগর হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ গতকাল সোমবার বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর সার্বিক অবস্থা স্থিতিশীল। অক্সিজেন ছাড়াই তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন। গণস্বাস্থ্য কিটের পর আজ (গতকাল) আরটি পিসিআর পরীক্ষার ফলও নেগেটিভ পাওয়া গেছে।

Exit mobile version