কুষ্টিয়ায় নতুন করে ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ২৫৩ জন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নতুন করে আরো ১২ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫৩। কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬ জুন কুষ্টিয়া জেলার ১৩৪ টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে ১২ জনকে আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ৭ জন ও ভেড়ামারা উপজেলাতে ৫ জন।
সদর উপজেলায় আক্রান্তদের মধ্যে দুইজন চৌড়হাস, একজন কুঠিপাড়া, একজন কালীশংকরপুর, একজন নিশান মোড়ের বাসিন্দা। ভেড়ামারা উপজেলায় ৫ জনের মধ্যে দুইজন ১২ মাইল, ১ জন গোলাপনগর, ১ জন পৌরসভা ও ১ জন ফারাকপুরের বাসিন্দা।
এখন পর্যন্ত উপজেলা ভিত্তিক করোনা শনাক্তের হার হলো দৌলতপুর ৩৪, ভেড়ামারা ৪০, মিরপুর ২০, সদর ১১৩, কুমারখালী ৩৪, খোকসা ১৩ জন। এর মধ্যে পুরুষ রোগী ১৯৪, নারী ৬১।
সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৫৯ জন।
অন্যদিকে জেলায় মোট ২৮১টি নমুনা পরীক্ষা করা হয়। অন্য জেলার মধ্যে মেহেরপুরের ১টি, ঝিনাইদহ জেলার ১৪টি নমুনা (১টি ফলোয়াপ সহ), চুয়াডাঙ্গার ৪টি (১ টি ফলোয়াপসহ) পজিটিভ বলে সনাক্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *