‘বিশ্বে ১৪ দিনে করোনায় আক্রান্ত ১৭ লাখ ৪৫ হাজার’

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে গত দুই সপ্তাহে ১৭ লাখ ৪৫ হাজার ৫৭১ জন আক্রান্ত হয়েছে। অর্থাৎ প্রতিদিন আক্রান্তের সংখ্যা ছিল লক্ষাধিক। বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। পাশাপাশি যেসব দেশ করোনাভাইরাস নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তাদের সতর্ক থাকতে বলেছে জাতিসংঘের বিশেষায়িত এই সংস্থাটি। খবর আল জাজিরার।

প্রতিদিন নতুন করে যে লক্ষাধিক মানুষ আক্রান্ত হচ্ছে তার তিন ভাগের দুই ভাগই দক্ষিণ এশিয়া ও আমেরিকা মহাদেশগুলোর বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস বলেছেন, ‘একটা সময় ১ লাখ আক্রান্ত হতে দুই মাসের অধিক সময় লেগেছিল। আর এখন প্রতিদিন লাখের উপরে আক্রান্ত হচ্ছে। প্রতিদিন যে লক্ষাধিক মানুষ আক্রান্ত হচ্ছে তার তিন ভাগের দুই ভাগ ১০টি দেশের। বিশেষ করে দক্ষিণ এশিয়া ও আমেরিকার দেশগুলোর।’

টানা ৫০ দিন চীনে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। কিন্তু গেল কয়েকদিন ধরে সেখানে নতুন করে আক্রান্ত হতে শুরু করেছে। বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও খতিয়ে দেখছে। পাশাপাশি অন্যান্য দেশ যারা করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে এনেছে তাদের সতর্ক থাকতে বলেছে।

গেল দুই সপ্তাহের দৈনন্দিন আক্রান্তের সংখ্যা :

১ জুন ২০২০— ১ লাখ ৪ হাজার ৫৭৬

২ জুন— ১ লাখ ১৫ হাজার ৭০৫

৩ জুন— ১ লাখ ২০ হাজার ৪৯০

৪ জুন— ১ লাখ ৩০ হাজার ৫০৪

৫ জুন— ১ লাখ ৩০ হাজার ৬২৩

৬ জুন— ১ লাখ ২৮ হাজার ৭৩৮

৭ জুন— ১ লাখ ১৩ হাজার ৫৫১

৮ জুন— ১ লাখ ৭ হাজার ৭১৯

৯ জুন— ১ লাখ ২১ হাজার ১১৮

১০ জুন— ১ লাখ ৩৫ হাজার ৬৩৮

১১ জুন— ১ লাখ ৩৭ হাজার ৯০৮

১২ জুন— ১ লাখ ৪২ হাজার ১১৩

১৩ জুন— ১ লাখ ৩৩ হাজার ৭১৬

১৪ জুন— ১ লাখ ২৩ হাজার ১১৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *