‘অনলাইনে আইন সহায়তা দিচ্ছে আইন ও সালিশ কেন্দ্র’

অনলাইন ডেস্ক : চলমান করোনা সংকটে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) অনলাইনে তাদের আইন সহায়তা কার্যক্রম চালু রেখেছে। সর্বসাধারণের স্বাস্থ্যঝুঁকি এড়াতে আপাতত সরাসরি আইন ও মনোসামাজিক সহায়তা প্রদান থেকে বিরত থাকলেও আসক মোবাইল ফোনের মাধ্যমে আগ্রহীদের সহায়তা প্রদান করে যাচ্ছে।

আসক এর বিদ্যমান হেল্পলাইনের [+৮৮০১৭২৪৪১৫৬৭৭] পাশাপাশি বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে আসক আরো ৩টি হেল্পলাইন নম্বর [+৮৮০১৭৩০৪৫০৭৫৬, +৮৮০১৭১৪০২৫০৬৭, +৮৮০১৭৫৬১৮৫৭১৭] চালু করেছে।

আগ্রহীরা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত, এ চারটি নম্বরের যেকোন একটিতে ফোন দিয়ে মানবাধিকার লঙ্ঘণ সংক্রান্ত যে কোনো সমস্যার কথা বলতে পারবেন এবং সহায়তা নিতে পারবেন।

আসক এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশাবাদ ব্যক্ত করা হয়েছে, এ প্রক্রিয়ায় সহায়তা প্রদানের মাধ্যমে মানুষের মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *