অনলাইন ডেস্ক : করোনার প্রকোপে কাঁপছে গোটা বিশ্ব। এরই মধ্যে সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আশি লাখ ছাড়িয়ে গেছে। দক্ষিণ আমেরিকা, যুক্তরাষ্ট্র ও চীনে নতুন করে প্রাদুর্ভাব দেখা দিচ্ছে।
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২১ লাখের বেশি মানুষের করোনা সংক্রমণ হয়েছে। যা মোট আক্রান্তের ২৫ শতাংশ হবে। মৃতের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ছাঁড়িয়েছে। দক্ষিণ আমেরিকায়ও দ্রুত মহামারী ছড়িয়ে পড়ছে। মোট আক্রান্তের ২১ শতাংশই এই অঞ্চলটিতে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বিশ্বের দ্বিতীয় হটস্পটে রূপ নিয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।
জানুয়ারির শুরুতে চীনে প্রথম এই ভাইরাসটির প্রকোপ দেখা দিয়েছিল। এরপর মে নাগাদ আক্রান্তের সংখ্যা চল্লিশ লাখে পৌঁছায়। এই সংখ্যাটা দ্বিগুণ অর্থাৎ আশি লাখ ছুঁইতে সময় নেয় মাত্র দুই সপ্তাহ।
করোনায় এখন পর্যন্ত ৪ লাখ ৩৯ হাজারের বেশি মানুষ মারা গেছে এর মধ্যে যুক্তরাষ্ট্রেই এক লাখ ১৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে আশার কথা হলো সারা বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছে ৪২ লাখ ১৬ হাজার ৩১৮ জন।