‘ভার্চুয়াল সভা পরিচালনায় জুম অ্যাপ ডাউনলোড করার নির্দেশ’

অনলাইন ডেস্ক : দেশে চলমান করোনা পরিস্থিতিতে কর্মকর্তাদের সঙ্গে অনলাইন বা ভার্চুয়াল পদ্ধতিতে সভা পরিচালনা করতে তাদের জুম অ্যাপ ডাউনলোড করতে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় ছাড়াও অধীন দপ্তরের কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, করোনা পরিস্থিতিতে কর্মকর্তাদের সাথে জুম অ্যাপের মাধ্যমে সচিব মহোদয় ভার্চুয়াল সভাসহ অন্যান্য বিষয়ে দিকনির্দেশনা প্রদান করবেন। এ কারণে প্রত্যেক কর্মকর্তাকে জরুরিভিত্তিতে তার স্মার্টফোন/ট্যাব/ল্যাপটপে জুম অ্যাপ ডাউনলোড/আপডেট করে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হলো। উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে গত ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস-আদালত খুলে দেওয়া হয় এবং গণপরিবহন চালু হয় ১ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *