রাজবাড়ীতে নতুন আরও ৮ জনের করোনাভাইরাস শনাক্ত, মোট ১৪০

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে নতুন করে আরও ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে। রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন মো. নূরুল ইসলাম বলেন, গত ১১ জুন (বৃহস্পতিবার) করোনা উপসর্গ নিয়ে ৭৪জনের নমুন সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছিল। বুধবার দুপুরে ৮জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা যায়। আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ২জন, পাংশা উপজেলায় ২জন, গোয়ালন্দে ৩জন এবং বালিয়াকান্দিতে ১জন রয়েছে।

রাজবাড়ীতে এখন পর্যন্ত ৩১৩৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিলো সেখান থেকে ১৪০ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২ জন মৃত্যুবরণ করেছে এবং ৫৩ জন্য সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছে। ৪৯ জন হোম আইসোলেশনে রয়েছে বাকি ৩৪ জনের মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ১৩, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬জন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন এবং গোয়ালন্দ উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *