
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৯ জন। এনিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়ালো দুই হাজার ৫১১ জনে। বুধবার বিকেলে গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানান।
সিভিল সার্জন বলেন, গাজীপুরে ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে গাজীপুর সিটি কর্পোরেশন ও সদরে সর্বাধিক ১০১ জন আক্রান্ত হয়েছে। এছাড়া কালিয়াকৈরে ২৭ জন ও শ্রীপুরে ২১ জন। কালীগঞ্জ ও কাপাসিয়া উপজেলায় নতুন করে কোন আক্রান্ত নেই।
সর্বশেষ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৩০৯ জন, কালীগঞ্জে ১৯৮, কাপাসিয়ায় ১৫৩, শ্রীপুর উপজেলায় ২৬৯ এবং গাজীপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা মিলে ১৫৮২ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২৮ জন। বুধবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯৯ জন।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান আরো বলেন, গাজীপুর জেলায় বুধবার পর্যন্ত ১৮ হাজার ৪৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পাঠানো হয়েছে ৫০১ জনের।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.