Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় নতুন করে ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ৩০৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নতুন করে আরও ৩৪ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। জেলায় এটি একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৩০৭ জন রোগী শনাক্ত হল। আজ রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জেলার মোট ১৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ২৬ জন, কুমারখালী উপজেলায় ৩ জন, মিরপুর উপজেলায় ২ জন, দৌলতপুর উপজেলায় ২ জন ও খোকসার ১ জন রোগী শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে ছয়জন ব্যাংক কর্মকর্তা, দুজন পুলিশ সদস্য, একজন পৌর কাউন্সিলর ও একজন নার্স রয়েছেন।

কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ২৬ জনের ঠিকানা রুপালী ব্যাংক কর্পোরেট শাখা ১ জন, পুলিশ লাইন ২ জন, গোসালা রোড ২ জন, কালিশংকরপুর ৩ জন, কুড়িপাড়া ১ জন, জেনারেল হাসপাতালে ২ জন, বড়বাজার ১ জন, চরবাখৈল ১ জন, চৌরহাস ৩ জন, গোরস্থান পাড়া ১ জন, আড়ুয়াপাড়া ১ জন, ফুলতলা ১ জন, থানাপাড়া ২ জন, পুর্ব মজমপুর ১ জন, এস,বি ঘোষ লেন (আড়ুয়াপাড়া) ১ জন, ঝাউদিয়া সোনালী ব্যাংক ১ জন, বংশীতলা (কমলাপুর) ১ জন ও পোড়াদহ ইসলামী বাংকের ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, চরাইকোল ১ জন ও কুমারখালী পৌরসভার ১ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা ইসলামি ব্যাংক, পোড়াদহ। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা বৈরাগীর চর (মরিচা) ১ জন ও আমলা সোনালী ব্যাংক ১ জন। খোকসা উপজেলায় আক্রান্ত জনের ঠিকানা সমশপুর। এনিয়ে জেলায় মোট ৩০৭ জন করানো রোগী শনাক্ত হলো। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন দুজন।

Exit mobile version