Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

‘সীমান্তে সংঘর্ষের জেরে চীনা পণ্য বর্জনের ডাক ভারতে’

অনলাইন ডেস্ক : সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের জেরে চীনের উৎপাদিত পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন ভারতের ব্যবসায়ীরা। জানা গেছে, বলিউড ও ক্রিকেট তারকাদের প্রতি এক খোলা চিঠিতে চীনা পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে সর্বভারতীয় ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সিএআইটি যাদের প্রতি এ আহ্বান জানিয়েছে তারা হলেন- অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, মাহেন্দ্র সিং ধোনি, শচিন টেন্ডুলকার।

চীনের পণ্য বর্জনের ডাকের এই প্রচারণার নাম ব্যবসায়ীরা দিয়েছেন, ‘হামারা সামান- হামারা আভিমান’।

বর্জন করার মতো পণ্যের একটি তালিকাও প্রকাশ করেছে সিএআইটি। চীনা পণ্য বিক্রিতে অনুৎসাহিত করার পাশাপাশি মসলাসহ বিভিন্ন পণ্য বর্জন করতেও ভোক্তাদের প্রতি আহ্বান করা হয়েছে।

সিএআইটি একা নয়, চীনা পণ্যের বিরুদ্ধে কাজ করছে ভারত সরকার। চীনা প্রতিষ্ঠানের উৎপাদিত সরঞ্জামের প্রতি নির্ভরশীলতা কমানোর জন্য সরকারের পক্ষ থেকে বেসরকারি কম্পানিগুলোকে বলা হবে।

যদিও দিল্লিতে অবস্থিত ভারতের সবচেয়ে বড় পাইকারি বাজারের ব্যবসায়ীরা প্রশ্ন তুলছেন, চীনা পণ্য বর্জন করা হলে সেগুলোর স্থলাভিষিক্ত কী হবে। অবশ্য সেই উত্তর এখনো জানা যায়নি।সূত্র : এনডিটিভি

Exit mobile version