কুষ্টিয়ায় আজ শুক্রবার থেকে ৪দিন ৮ঘন্টা করে বিদ্যুত সংযোগ বন্ধ থাকবে

কুষ্টিয়া প্রতিনিধি : পিজিসিবি’র উন্নয়ন কাজের স্বার্থে আজ শুক্রবার ১৯জুন ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত কুষ্টিয়া ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী(ওজোপাডিকো)’র আওতাধীন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। একই অবস্থা থাকবে ২০, ২৬ ও ২৭ জুনেও। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী (ওজোপাডিকো)’র নির্বাহী প্রকৌশলী(বিক্রয় ও বিপনন-১) প্রনব দেবনাথ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান বিদ্যুৎ বিভ্রাট নয় বিদ্যুৎ সেক্টরকে আরো আধুনিকায়ন তথা শক্তিশালী করার লক্ষ্যেই এই উন্নয়ন কাজ হাতে নেয়া হয়েছে। তিনি জানান এই উন্নয়ন কাজ ত্বরান্বিত হলে বিদ্যুতের লোডশেডিংয়ের মাত্রা শুন্যের কোঠায় চলে আসবে। তবে মহামারি করোনার চিকিৎসার স্বার্থে কুষ্টিয়া পিসিআর ল্যাব ও হাসপাতাল এই বিদ্যুৎ বন্ধের আওতার বাইরে থাকবে বলেও তিনি জানান। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফের নির্দেশনায় পিসিআর ল্যাব ও হাসপাতাল বিদ্যুৎ বন্ধের আওতার বাইরে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান প্রনব দেবনাথ। বিদ্যুৎ বন্ধে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দু:খ প্রকাশ করে বিজ্ঞপ্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *