ব্রাজিলে করোনাভাইরাসে ৫০ হাজার মৃত্যু, আক্রান্ত ১০ লাখ ছুঁইছুঁই

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ১০ লাখ কোভিড-১৯ রোগী শনাক্তের পথে ব্রাজিল। গত ২৫ ফেব্রুয়ারি প্রথম করোনা পজিটিভ ব্যক্তি পাওয়া গিয়েছিল দেশটিতে। তারপর থেকে হু হু করে আক্রান্তের সংখ্যা তো বাড়ছেই, মৃত্যুর মিছিলও লম্বা হচ্ছে। প্রাণহানির সংখ্যা যে হারে বাড়ছে তাতে ৫০ হাজার ছাড়াতে খুব বেশি দেরি নেই।

বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে এখন পর্যন্ত ৯ লাখ ৭৮ হাজার ১৪২ জনের করোনা ধরা পড়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৬৫ জন। এছাড়া বৃহস্পতিবার ১ হাজার ২৩৮ জনের মৃত্যুর খবর দিয়েছে মন্ত্রণালয়। দেশে মোট মৃত্যু ৪৭ হাজার ৭৪৮ জনের।
ওয়ার্ল্ডওমিটার বলছে, ব্রাজিলে ৫ লাখ ২০ হাজার মানুষ সুস্থ হয়ে উঠেছেন এবং সক্রিয় রোগী সোয়া চার লাখের মতো। আশঙ্কাজনক অবস্থা ৮ হাজার তিনশ জনের।

আক্রান্ত আর মৃত্যুতে ব্রাজিলের উপরে আছে কেবল যুক্তরাষ্ট্র। ২২ লাখ ৬৩ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে আমেরিকায়, মৃত্যু হয়েছে ১ লাখ ২০ হাজারের উপরে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, সারা বিশ্বে ৮৫ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন সাড়ে চার লাখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *