অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। এ নিয়ে শুক্রবার সকাল সোয়া ৯টা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৫৬ হাজার ২৮৪। মোট আক্রান্ত ৮৫ লাখ ৭৮ হাজার ৫২ জন।
একদিনে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ৩৮ হাজারের মতো। একদিনে সাড়ে ৭শ’ প্রাণহানিতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২০ হাজার ৭শ’তে। আক্রান্ত পৌনে ২৩ লাখ মানুষ।
তবে বৃহস্পতিবারও দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। মারা গেছেন ১২শ’র বেশি। ফলে দেশটিতে মৃতের সংখ্যা ছুঁয়েছে ৪৮ হাজার। আক্রান্ত প্রায় ১০ লাখ।
এদিকে প্রতিবেশি দুই দেশ চিলি আর পেরুতেও উদ্বেগজনকভাবে বাড়ছে নতুন সংক্রমণ ও মৃত্যু। অপরদিকে প্রাণহানি ২০ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে। আক্রান্ত ১ লাখ ৬০ হাজার মানুষ।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.