কুষ্টিয়ায় নতুন করে ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ৩২৮ জন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নতুন করে আরও ২১ জন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে সাতজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩২৮ জনে। শুক্রবার রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এইচএম আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ আসে ২১ জনের। এর মধ্যে সদর উপজেলায় ৫ জন, কুমারখালী উপজেলায় ১ জন, ভেড়ামারা উপজেলায় ১০ জন, মিরপুর উপজেলায় ২ জন, দৌলতপুর উপজেলায় ২ জন ও খোকসা ১ জন রোগী শনাক্ত হয়।

কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা পেয়ারাতলা ১ জন, থানাপাড়া ২ জন, কাঞ্চনপুর (কমলাপুর) ১ জন ও আড়ুয়াপাড়া ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত জনের ঠিকানা দক্ষিণ ভবানীপুর। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ১০ জনের ঠিকানা কাচারিপাড়া ১ জন, কুন্ডুপাড়া ১ জন, কুটিবাজার ১ জন, উত্তর ভবানীপুর ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন ও ভেড়ামারা সোনালী ব্যাংকের ৫ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা ইসলামি ব্যাংক, পোড়াদহ। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা ফারাকপুর ১ জন ও দুঃখীপুর ১ জন। খোকসা উপজেলায় আক্রান্ত জনের ঠিকানা রাজিনাথপুর।

আক্রান্তের মধ্যে সাতজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩২৮ জনে। ইতিমধ্যে দুজন আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছে। আর সুস্থ হয়ে উঠেছেন ৭৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *