দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে করোনা স্বাস্থ্যবিধি না মানায় এবং সরকারী আদেশ অমান্য করায় দোকানদারসহ ৭জনকে ৮হাজার ৫০০টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার বিকেলে আল্লারদর্গা বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ অর্থদন্ড করেন। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, সরকারী আদেশ অমান্য করে আল্লারদর্গা বাজারে দোকান খোলা রাখা ও মুখে মাস্ক না পরে মোটরসাইকেলে চলাফেরা করার দায়ে দু’জন দোকানদারসহ ৭জনকে ১৮৬০ সনের দন্ডবিধি ২৬৯ ধারায় অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, সরকারী আদেশ না মেনে বিকেল ৫টার পরও দোকান খোলা রাখা ও মাস্ক ব্যবহার না করে চলাফেরা করার দায়ে ৭টি মামলায় ৮হাজার ৫০০ টাকা অর্থদন্ড করা হয়েছে। একই সাথে তাদের সতর্ক করা হয়েছে।
Posted in সমগ্র জেলা
কুষ্টিয়ার দৌলতপুরে করোনা স্বাস্থ্যবিধি না মানায় ৭জনের অর্থদণ্ড
June 20, 2020