কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪৭ জনে। কুষ্টিয়া সিভিল সার্জন ডাক্তার এইচ এম আনোয়ারুল ইসলাম শনিবার বিকেলে এ তথ্য জানান।
গত ২৪ ঘন্টায় জেলার ১০৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯ জনের পজেটিভ শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় এক র্যাব সদস্যসহ দৌলতপুর উপজেলায় ৪ জন, কুমারখালী উপজেলায় ১ জন, খোকসা উপজেলায় ২ জন ও ভেড়ামারা উপজেলায় ১ জন রয়েছেন।
কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ১১ জনের ঠিকানা লাহিনী বটতলা ১ জন, জুগিয়া ১ জন, জুগিয়া ভাটাপাড়া ২ জন, গোসালা রোড ২ জন, র্যাব (১২) ১ জন, কাস্টম মোড় ১ জন ও ফুলতলা ৩ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত জনের ঠিকানা ইলঙ্গীপাড়া ১ জন। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা কুন্ডুপাড়া। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানা কল্যাণপুর। খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন ও গোপগ্রাম ১ জন।
এনিয়ে জেলায় মোট ৩৪৭ জন রোগী শনাক্ত হল। এদের মধ্যে তিনজন মারা গেছেন আর সুস্থ হয়ে উঠেছেন ৮৬ জন রোগী।
পরিস্থিতি সামাল দিতে অধিক আক্রান্ত এলাকা হিসেবে কুষ্টিয়া শহরের ৮ টি ওয়ার্ড ও একটি ইউনিয়ন এবং ভেড়ামারা পৌর এলাকার সাতটি ওয়ার্ড ও দুটি ইউনিয়নকে ইতিমধ্যে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। গত ১৮ জুন থেকে এসব এলাকায় লকডাউন কার্যকর করা হয়েছে।