কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীতে ৩৯ জনসহ নতুন করে শনিবার জেলায় ১৩১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কুমিল্লা জেলায় মোট আক্রান্ত হয়েছে দুই হাজার ৬০২ জন। শনিবার সাত জন মারা গেছেন। কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. মো.শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় কুমিল্লায় করোনায় ৫০ জন সুস্থসহ এ পর্যন্ত ৭৪৭ জন সুস্থ হয়েছেন। এ সময়ে সাতজনসহ মোট ৭৮ জন মারা গেছেন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, শনিবার পর্যন্ত কুমিল্লা নগরীসহ পুরো জেলা থেকে ১৫ হাজার ৮২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৪ হাজার ৫৭০ জনের।