‘করোনা জয়ী পুলিশ সদস্যর সাথে কুষ্টিয়ার পুলিশ সুপার তানভীর আরাফাতের শুভেচ্ছা বিনিময়’

কুষ্টিয়া প্রতিনিধি : কোভিড-১৯ করোনা ভাইরাসের বিরুদ্ধে সম্মুখ সারির যোদ্ধা বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কুষ্টিয়া জেলা পুলিশে কর্মরত বিভিন্ন সময়ে সরকারি দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি হওয়ার পর হতে পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) তাদেরকে পুষ্টিকর খাদ্য সামগ্রী সরবরাহ’সহ সার্বক্ষনিক খোঁজ-খবর নেন । ইতোমধ্যে ৭ পুলিশ সদস্যের পুনরায় নমুনা পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে। গতকাল শনিবার ওই ৭ পুলিশ সদস্যদের কুষ্টিয়া পুলিশ লাইন্স হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। এ সময়ে করোনা জয়ীদের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন এবং তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার)। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আজাদ রহমানসহ অন্যান্য অফিসার/ ফোর্সগণ। এ পর্যন্ত ২জন নারী সদস্যসহ মোট ৮ পুলিশ সদস্য করোনা ভাইরাস (কোভিড-১৯) জয় করে পুনরায় কর্মে যোগদান করেছেন। পুলিশ সুপার তানভীর আরাফাত বলেন, যারা কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে সচেতনতা অবলম্বন করতে হবে। যারা সুস্থ্য হয়েছে তাদেরকেও সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *